Wednesday, January 12, 2022

বিলু ডাক্তার

বিলু ডাক্তার
এস. এম. ফরিদুল ইসলাম
---------------------------
প্রশ্ন ফাঁসে চান্স হয়েছে,
বিলু এখন ডাক্তার।
শহর জুড়ে সবাই চেনে-
বিশাল বড়ো হাঁক তার।
একদিন এক রোগী এলো,
বুকের ব্যামো ছিলো যার।
বিলু বলেন এক্সরে দেখে-
বুকটা ফাঁড়া দরকার।
আড়াই কি তিন ঘন্টা পরে-
অস্ত্রপাচার শেষ কালে।
জিগার রোগীর আত্নীয়রা-
রোগী এখন কোন হালে?
বিলু ডাক্তার বলেন, রোগী-
কথা শুধু বলছে না।
অপারেশন সাকসেসফুল,
তয়, নিঃশ্বাসটা চলছে না।
……………………………............……
30-10-2020, চাঁপাইনবাবগঞ্জ।

Wednesday, June 3, 2015

জাহান্নামের দুরত্ব

জাহান্নামের দুরত্ব
এস. এম. ফরিদুল ইসলাম

চীনদেশী আর ভিনদেশী দুই
বন্ধু মিলে ভাবে,
এই ছুটিতে এবার তারা
নরকপুরী যাবে।

গেলও দুজন, দেখল ঘুরে
চোখযে ছানা-বড়া!
কত্ত পাপ আর অপরাধে
নরকপুরী ভরা!

ক’দিন পরে পড়ল তাদের
দেশের কথা মনে।
সয়-সংবাদ, হাল-হকিকত
জানল টেলিফোনে।

হাজার উয়ান বিল দিল যে
ফোন করেছে চীন।
বন্ধু আরেক বিল মেটালো
মাত্র টাকা তিন!

ক্ষেপল চীনা, বললো রেগে
জাহান্নাম এ তাই
যাচ্ছে খুশী তাই হচ্ছে
নিয়ম নীতি নাই!

জাহান্নামের কেয়ার টেকার
হেসে বলেন, ভাই-
ন্যায্য ভাবেই বিল নিয়েছি
লুকোচুরি নাই।

নরকপুরীর অনেক দুরে
চীন রয়েছে তাই
টেলিফোনে কথার উপর
ISD বিল চাই।

আর জাহান্নামের পাশেই সে দেশ

পথ বেশী নেই বাকি।

ভিনদেশীটার কাছ থেকে তাই-

লোকাল বিলই রাখি। 

..................................................................

                 01.06.2015

Friday, May 29, 2015

এসবের মানে কি

এসবের মানে কি
এস. এম. ফরিদুল ইসলাম

স্বপ্নীল এ দেশটায়
চলছে কী শেষটায়!
ক্ষুধিতের রুটি কেড়ে
চতুরেরা আগে বাড়ে!
দুখে কাছে টানে কি?
এসবের মানে কী?
শয়তান, সাধু মিলে
হরিলুট খেলা খেলে।
আর্তের চিৎকার
জনারণে হাহাকার!
যায় কারো কানে কি?
এসবের মানে কী?
ভাগ্যটা খোলে তার
বড়বাবু মামা যার!
মেধাবীর সৎকার
বুক ভেঙ্গে একাকার!
কেউ, চায় তার পানে কি?
এসবের মানে কী?
আলোচনা টকশোতে
উন্নতি ফেঁপে ওঠে।
বেকারের তালিকায়
আরো পাতা জুড়ে যায়!
জান্তারা জানে কি?
এসবের মানে কী?
মোড়লেরা সুর তুলে
বড় বড় কথা বলে।
দুর্নীতি লুটপাট
হায়েনার উৎপাত!
থাকে সেই গানে কি?
এসবের মানে কী?
          
    15.05.2015